হেনলি পাসপোর্ট ইনডেক্স: শীর্ষস্থান দখলে রাখলো জাপান, বাংলাদেশের উন্নতি

|

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সমীক্ষা অনুসারে টানা পঞ্চম বছরের মতো শীর্ষস্থান দখলে রাখলো দেশটি।

সূচক অনুসারে, জাপানের পাসপোর্ট নিয়ে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশে ভিসা ছাড়াই যাত্রা করা যায়। তবে, শীর্ষ স্থান দখলের অর্থ এই নয় যে সার্বিকভাবে ব্যবহৃত হয় জাপানের পাসপোর্ট।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২১ সাল পর্যন্ত এই পাসপোর্ট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ। অর্থাৎ মোট জনসংখ্যার ২০ শতাংশের কাছে রয়েছে পাসপোর্ট। তালিকায় দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও স্পেন।

এদিকে, হেনলি পাসপোর্ট ইনডেক্সের সমীক্ষায় ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০১ তম অবস্থান বাংলাদেশের। সবুজ পার্সপোর্ট ব্যবহার ভিসা ছাড়াই যাত্রা করা যায় ৪১টি দেশে।

তালিকায় যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান সপ্তম। সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তানের পাসপোর্ট।এটি ব্যবহার করে মাত্র ৩৫টি দেশে ভিসা ফ্রি প্রবেশাধিকার পাওয়া যায়।

দেখে নিতে পারেন হেনলি পাসপোর্ট ইনডেক্সের সমীক্ষায় কোন দেশের অবস্থান কততম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply