যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, মেট্রো স্টেশনেই জন্ম হলো ফুটফুটে পুত্র সন্তানের

|

আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টার তোলা ছবি।

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন সোনিয়া রানী রায় নামের এক নারী। উত্তরা থেকে ডাক্তারের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে প্রসব বেদনা উঠে সোনিয়া রানী রায় নামে এক যাত্রীর। সেই খবর পেয়ে প্রস্তুত করা হয় আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সোনিয়া রানী জন্ম দেন এক ফুটফুটে পুত্র সন্তানের।

সোনিয়া রানী দাসের স্বামী সুকান্ত সাহা জানিয়েছেন, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন উল্লেখ করে সুকান্ত সবার প্রতি কৃতজ্ঞাতা জানান।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলে করে আগারগাঁও স্টেশনে নামার পর ওই নারীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সিক বেড রয়েছে। পরে চিকিৎসক এবং রোভার স্কাউটের নারী সদস্যের সহায়তায় তার সন্তান প্রসব হয়। যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply