খোঁজ মিলেছে চার প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্যাটাগোনিয়ার এক পরিত্যক্ত উপত্যকায় খোঁজ মিলেছে চার প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের। খবর ইয়ন নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, ওই চার প্রজাতির জীবাশ্ম আর্জেন্টিনা সীমান্তের কাছে চিলির দক্ষিণাঞ্চলীয় লাস চিনাস উপত্যকার সেরো গুইডোতে পাওয়া যায়। এরপর ২০২১ সালে সেগুলো পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরে গবেষকরা নিশ্চিত করেছেন, এই জীবাশ্মগুলো ডাইনোসরের চার প্রজাতির।

চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউটের পরিচালক মার্সেলো লেপে বলেন, মেগারাপ্টরসহ চার প্রজাতির ডাইনোসরের দাঁত এবং পোস্টক্র্যানিয়াল হাড়ের টুকরোর জীবাশ্ম ওই উপত্যকা থেকে উদ্ধার করা হয়েছিল। এই ডাইনোসরগুলো থেরোপড পরিবারের অন্তর্গত।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply