Site icon Jamuna Television

হকিতে ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এএইচএফ কাপ হকিতে ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের পর খেলা টাইব্রেকারে গড়ালে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

ওমানের মাসকটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সমতায় ফিরতে মরিয়া লাল সবুজের দল সাফল্য পায় ৫২ মিনিটে। বাংলাদেশের হয়ে গোল করেন হাসান। এসে স্কোর সমতায় দাঁড়ালে খেলা গড়ায় টাইব্রেকারে।

ম্যাচের মতোই জমজমাট হয়ে ওঠে টাইব্রেকারের লড়াই। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

এএআর/

Exit mobile version