পাকিস্তানকে আরও ১০০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা আরব আমিরাতের

|

অর্থমন্দায় থাকা পাকিস্তানকে আরও ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দিলো সংযুক্ত আরব আমিরাত। তাছাড়া বিদ্যমান ২০০ কোটি ডলারের ঋণ দেয়াও অব্যাহত থাকবে- এমন আশ্বাস দিয়েছে দেশটি। খবর বার্তা সংস্থা এপির।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আবুধাবির ওই বৈঠকের পরই আসে ঋণ সহযোগিতার ঘোষণা।

গত এপ্রিলে ক্ষমতায় বসার পর উপকূলীয় দেশটিতে তৃতীয়বারের মতো সফর করছেন শাহবাজ। বিনিয়োগ বৃদ্ধি, অংশীদারিত্ব জোরালো করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ব্যাপারে কাজ করবে দুই দেশ- এমনটা জানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিস।

গেল সপ্তাহেই শীর্ষ দাতা গোষ্ঠী এবং ধনী দেশগুলোর তরফ থেকে ৯ বিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস পায় পাকিস্তান। দেশটির রিজার্ভের পরিমাণ সাড়ে ৪০০ কোটি ডলারের কম। যার মাধ্যমে আর একমাস জরুরি পণ্য আমদানি করতে পারবে দেশটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply