ভারতে নারী ক্রিকেটারের রহস্যজনক মৃত্যু, জঙ্গলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

|

ভারতে এক নারী ক্রিকেটারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। তিনদিন নিখোঁজ থাকার পর রাজশ্রী সোয়েইন (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে জঙ্গলের মধ্যকার একটি গাছে ঝুলন্ত অবস্থায়। খবর আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঊড়িষ্যার কটক জেলার আঠাগড়ের কাছে একটি জঙ্গল থেকে রাজশ্রী সোয়েইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পুরী জেলার বাসিন্দা। ক্রিকেট প্রশিক্ষক শিবিরে যোগ দিতে কটকে গিয়েছিলেন রাজশ্রী। সেখানে একটি হোটেলে থাকছিলেন তিনি।

পুলিশ বলছে, গত বুধবার নিখোঁজ হন রাজশ্রী। তবে আয়োজক কমিটির পক্ষ থেকে তার পরিবারকে কিছুই জানানো হয়নি। পরে শুক্রবার জঙ্গলের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ওই নারী ক্রিকেটারের পরিবারের দাবি, ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও ক্রিকেটার প্রশিক্ষক শিবিরে ইচ্ছাকৃতভাবে তাকে নেয়া হয়নি। ১০ দিনের বাছাই পর্বে ভালো করার পরও তাকে বাদ দেয়া হয় বলে দাবি পরিবারের। আর এ জন্যই হতাশ ছিলেন রাজশ্রী। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply