ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ১৭

|

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। খবর আনন্দবাজার পত্রিকার।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহতদের মধ্যে ৭ জনই নারী।

জানা গেছে, সকালে ঠাণে জেলার অম্বরনাথ থেকে সিরডি শহরের দিকে যাচ্ছিল বিলাসবহুল বাসটি। এ সময় বাসে যাত্রী ছিল ৪৫ জন। পথিমধ্যে নাসিক-সিরডি জাতীয় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই প্রাণ হারান ১০ জন।

এদিকে, এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা দিয়েছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply