বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক। জনগণের চরম দুর্দিনে এ সিদ্ধান্ত গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে। সরকার জনগণের নির্বাচিত নয় বলেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এখন পকেট কাটা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply