১১ ঘণ্টা অপারেশনের পর আলাদা করা হলো ইরাকি যমজ শিশুকে

|

ছবি: সংগৃহীত

ইরাকি যমজ শিশুকে অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। ডাক্তার আবদুল্লাহ আল রাবিয়ার নেতৃত্বে সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল্লাহ বিশেষায়িত হাসপাতালে সফল এই অস্ত্রপচার সম্পন্ন হয়। খবর সৌদি গেজেট’র।

২৭ সদস্য বিশিষ্ট ডাক্তারদের একটি দল দীর্ঘ ১১ ঘণ্টা সময় নিয়ে অপারেশন করে ওই দুই শিশুকে আলাদা করেন।

ডাক্তার আল রাবিয়া বলেন, শিশু দু’টির বুকের নিচ থেকে জোড়া লাগানো ছিল। তারা দু’জনই একটি লিভার দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত করতো। শেষে সফলভাবে সফলভাবে তাদের আলাদা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওই সার্জারির মাধ্যমে শিশু দু’টিকে আলাদা করার মাধ্যমে এ নিয়ে সৌদি আরবে ৫৪টি জোড়া লাগানো শিশুকে আলাদা করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply