আবারও ব্যর্থ তামিম

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) নবম আসরে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। তৃতীয় ম্যাচে এসেও রানের দেখা পাননি দেশসেরা এই ওপেনার। নিজের ঘরের মাঠ চট্টগ্রামে মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তামিম।

ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন চট্টগ্রামে। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যাওয়া তামিম ইকবালের খুলনা টাইগার্স নিজেদের তৃতীয় ম্যাচেও ধুঁকছে রংপুর রাইডার্সের বিরুদ্ধে। প্রথম দুই ম্যাচে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে তামিম ইকবাল। প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরস এর বিপক্ষে ১৫ বলে ৮ রানের টেস্ট সুলভ এক ইনিংস খেলেন তামিম।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৪০ রানের ওয়ানডে সুলভ ব্যাটিং করেন যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে নামের পাশে বেমানান। রানের খাতা খুলতে বল খেলেছেন ৯টি। আর তৃতীয় ম্যাচে ৩ বলের সাহায্যে করেন ১ রান।

এর আগে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply