লিথুয়ানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে গ্যাস পাইপলাইনে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে লাটভিয়া সীমন্তবর্তী পাসভ্যালিস অঞ্চলে হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্সের।
১৬০ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছায় ধোঁয়া। দেখা যায় ১৭ কিলোমিটার দূর থেকেও। তবে কেউ হতাহত হয়নি। প্রায় চার ঘণ্টার চেষ্টায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে সরিয়ে নেয়া হয় বাসিন্দাদের।
লিথুয়ানিয়ার সরকারি গ্যাস কোম্পানি ব্যবহার করে এই পাইপলাইন। দেশের উত্তরাঞ্চল ও প্রতিবেশী লাটভিয়ায় গ্যাস সরবরাহ করা হয় এটির মাধ্যমে।
এক টুইটবার্তায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইন কর্তৃপক্ষ মনে করছে, সন্দেহজনক কিছু ঘটেনি। ১৯৭৮ সালে তৈরি পাইপলাইনটিতে সম্প্রতি সংস্কার করা হয়।
/এমএন
Leave a reply