যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া, অত্যাধুনিক অস্ত্রসরঞ্জাম নিয়ে যুদ্ধকৌশল প্রশিক্ষণ

|

উত্তর কোরিয়ার সাথে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিমত্তা দেখালো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার (১৩ জানুয়ারি) দুই কোরিয়ার সীমান্তবর্তী পাজু এলাকায় যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশ। খবর এপির।

মহড়ায় প্রদর্শন করা হয় সাজোয়া যান ও অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম। এলিট দক্ষিণ কোরিয় আর্মি ও ইউএস স্ট্রাইকার ব্রিগেডের প্রায় ৮শ’ সেনা অংশ নেয় মহড়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্ডাস্ট্রি ফোর প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হয়।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, যুদ্ধকৌশল বিনিমিয় ও প্রতিরক্ষায় যৌথ প্রস্তুতি ঝালাই করা ছিল মহড়ার উদ্দেশ্য।

হামলা ও প্রতিরক্ষা নিশ্চিতে দেয়া হয় উচ্চতর প্রশিক্ষণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ার কথা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে বিষয়টি নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply