Site icon Jamuna Television

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীতে ঘন কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন সূত্রে জানা গেছে, ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এরপর ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় দুই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এসব নৌপথে বেশ কয়েকবার ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

/এমএন

Exit mobile version