পুষ্টিগুনে সমৃদ্ধ নতুন জাতের রঙিন ফুলকপি

|

শেরপুরে চাষ হচ্ছে চার রঙের ফুলকপি। হলুদ-বেগুনি-কমলা ও সাদা রঙের ফুলকপি দেখতেও দৃষ্টিনন্দন। সদর উপজেলার লছমনপুর ও ঝিনাইগাঁতীর বনগাঁও এলাকায় কৃষি বিভাগের সহায়তায় প্রায় ১ বিঘা জমিতে চাষ হয়েছে এই ফুলকপির।

নতুন জাতের এই ফুলকপিতে বাড়ছে ক্রেতা আকর্ষণ। দেখতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে মাঠে। বাজার থেকেও কিনে খাওয়া শুরু করেছে অনেকে।

কৃষি অফিস বলছে, বিষমুক্ত ফেরোম্যান ফাঁদ পদ্ধতি ব্যবহার হয়েছে চাষাবাদে; পুষ্টিগুনেও সমৃদ্ধ। তিনি আশা করছেন, আগামীতে এই জাতের ফুলকপিতে লাভের মুখ দেখবে চাষিরা।

শেরপুর ঝিনাইগাঁতীর কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, এই ফুলকপিতে এন্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। পাশাপাশি এটি লাভজনক একটি ফসল।

বাজারে সাইজভেদে একেকটি ফুলকপি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply