সৌর বিদ্যুৎ: বদলে দিয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর জীবন

|

ফাইল ছবি

সৌর বিদ্যুতে বদলে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর জীবনমান। সরকারের ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবার ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকা হচ্ছে আলোকিত। জীবনে এসেছে আধুনিকতার ছোঁয়া। লেখাপড়ার প্রতি উৎসাহিত হচ্ছে সন্তানরা।

১৬ টি নদ-নদী বেষ্টিত এই জেলায় চার শতাধিক চর রয়েছে। একটা সময় অন্ধকার ছিল চরবাসীর নিত্যসঙ্গী। সূর্য অস্ত নামার সাথে সাথে নেমে আসতো আধার। থাকতো না কোলাহল; চারদিকে নীরব-নিস্তব্ধতা। কিন্তু সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে বিশাল ও বিচ্ছিন্ন চরাঞ্চলবাসীর জীবনমান। বাড়িঘরের পাশাপাশি আলোকিত হয়েছে মসজিদ-মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রকল্পটি টিআর-কাবিটা। এর অধীনে ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৬৭৭টি সোলার প্যানেলের জন্য প্রায় ৩ কোটি বরাদ্দ দেয়া হয়েছে। এরইমধ্যে প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হয়েছে অনেক এলাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিরাজুদৌলা জানান, দুর্গম চরাঞ্চলে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সরবরাহ অনেক কঠিন। তার পরিবর্তে সোলার প্যানেল এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply