পুলিশি বর্বরতায় আবারও কৃষ্ণাঙ্গের মৃত্যু, যুক্তরাষ্ট্রে তোলপাড় (ভিডিও)

|

নিহত কিনান অ্যান্ডারসন (পুলিশ প্রকাশিত ভিডিও থেকে নেয়া ছবি)।

পুলিশি বর্বরতায় কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় আবারও তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিহতের নাম কিনান অ্যান্ডারসন। তিনি ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনের প্রতিষ্ঠাতার ভাই বলে জানা গেছে।

কিনান অ্যান্ডারসনকে পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

সম্প্রতি কিনানের ওপর পুলিশি নির্যাতনের ভিডিও প্রকাশ করে প্রশাসন। যাতে দেখা যায়, কিনানকে আটকের পর তার গলা এবং পিঠ চেপে ধরেছেন পুলিশ সদস্যরা। এরপর, তাকে বৈদ্যুতিক স্টান গান দিয়ে শক দেয়া হয়। এর আগে, ২০২০ সালে মিনেসোটার মিনিয়াপোলিসে এক পুলিশ সদস্যের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়েও তোলপাড় হয়। পালে হাওয়া পায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply