‘বঙ্গবন্ধুর শিক্ষা বিষয়ক পরিকল্পনা বাস্তবায়ন করতে না দিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে’

|

ডা. দীপু মনি। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক পরিকল্পনা বাস্তবায়ন করতে না দিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি দল আছে যাদের ছাত্র সংগঠনে রয়েছে অস্ত্রধারী শিক্ষার্থী। আর ছাত্রলীগে অস্ত্রের বদলে কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে বই। জীবনব্যাপী ও সাম্যের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে নতুন শিক্ষাক্রমের ১৭টি লক্ষ্য বাস্তবায়ন হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

চলতি বছর নতুন বইয়ের সংশোধনের বিষয়গুলো নজরে রেখে আগামী বছর সেগুলো ঠিক করে দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিয়ে সফলতা অর্জনের সুযোগ বাংলাদেশের রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply