আফগানিস্তানের কুন্দুজ শহরে নিরাপত্তা বাহিনীর বিমান অভিযানে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। বৃহস্পতিবারের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহত সবাই বেসামরিক নাগরিক। যাদের অধিকাংশই নারী ও শিশু।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির অনুসন্ধান চলছে। তবে, হামলাটি মার্কিন নাকি আফগানিস্তানের বিমান থেকে চালানো হয়েছে- বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এরইমাঝে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- হামলার সাথে মার্কিন বিমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি।
তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুন্দুজ। ধারণা করা হচ্ছে, জঙ্গি আস্তানা ছিলো অভিযানের মূল লক্ষ্য। গেলো সপ্তাহেই, জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়- চলতি বছর সংঘাতে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭শ’ মানুষ; যাদের ৩৫৩ জনের মৃত্যু হয়েছে বিমান হামলায়।
Leave a reply