একের পর এক দুর্যোগে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তিন সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে বাস্তুচূত্য হয়ে পড়েছে প্রায় দুই লাখ বাসিন্দা। খবর রয়টার্সের।
হ্যারি মেগানের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জরুরি অবস্থা চলছে সান্টাবারবারা, মন্টেসিটোসহ বেশ কিছু অঞ্চলে। বাড়ছে প্রাণহানির সংখ্যা। ধ্বংস স্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। তীব্র ঠান্ডায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকে। অনেক এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার পানির চরম সংকট। স্যানিটেশন ব্যবস্থার অভাবে বিশৃংখল হয়ে পড়েছে পরিস্থিতি।তীব্র বাতাস ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ বাড়িঘর, স্থাপনা। পানিবন্দী বাসিন্দাদের পাঠানো হয়েছে ত্রাণ। আরো এক সপ্তাহ ঘূর্ণিঝড়ের আশংকা আবহাওয়া অধিদপ্তরের।
গত ১২ ঘণ্টায় অঞ্চল্টিতে ৮ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গেল দুই সপ্তাহে দুই দফা শক্তিশালী ঝড় আঘাত হানে অঞ্চল্টিতে।
এটিএম/
Leave a reply