আরও কিছু গোপন নথি উদ্ধার হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে। শনিবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউস নিশ্চিত করেছে এ তথ্য। খবর সিবিএস নিউজের।
বাইডেনের আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খুঁজে পাওয়া যায় ৫ পৃষ্ঠার ওই নথি। উদ্ধারের পরপরই সেগুলো ফিরিয়ে দেয়া হয় বিচার বিভাগকে। জানা গেছে, এসব কাগজপত্র বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ের। গেলো ডিসেম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় বাইডেনের ডেলাওয়ারের বাড়ির গ্যারেজে। সর্বপ্রথম গত নভেম্বরে বাইডেনের সাবেক কার্যালয় থেকে উদ্ধার হয় ১০টি গুরুত্বপূর্ণ নথি। ফাইলগুলো নিয়ে তদন্ত করছে বিশেষ কাউন্সিল।
এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট থেকে উদ্ধার হয় ৩ শতাধিক অতি গুরুত্বপূর্ণ সরকারি ফাইল। যা নিয়ে তদন্ত চলমান রয়েছে।
/এসএইচ
Leave a reply