চাঁদপুরে ছয় বছরেও শেষ হয়নি ৩ বছরের নির্মাণ প্রকল্প

|

নির্মাণাধীন ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর বর্তমান অবস্থা।

তিন বছরের জায়গায় পেরিয়েছে ৬ বছর, তবুও কাজ শেষ হয়নি চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর। সবশেষ নির্ধারিত সময় অনুযায়ী এই মার্চে নির্মাণ সম্পন্নের কথা, অথচ তৈরিই হয়নি দুপাশের সংযোগ সড়ক। জনভোগান্তির পাশাপাশি গাফিলতি ও নিম্নমানের পণ্য ব্যবহারসহ নানা অভিযোগ ঠিকাদারদের বিরুদ্ধে।

সেতু আছে অথচ ব্যবহারের জো নেই। নির্মাণ কাজের ৬ বছরেও সংযোগ সড়ক হয়নি চাঁদপুরের এম এ ওয়াদুদ সেতু। ডাকাতিয়া নদীর এক পাড়ে সদর উপজেলার রামপুর আর অন্যপ্রান্তে ফরিদগঞ্জ উপজেলার বালুথুবা ইউনিয়ন। ২০১৭ সালে শুরু হওয়া এ সেতুর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় দুই দফা। সবশেষ, চলতি বছরের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হতাশ স্থানীয়রা। কাজের ধীরগতির সাথে আছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে, মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ বুঝিয়ে দেয়ার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। এদিকে, কাজের ধীরগতির জন্য করোনা মহামারীকে দুষছে স্থানীয় প্রকৌশল বিভাগ। কাজের মান পরীক্ষা করেই বিল অনুমোদন হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, ২৭৮ মিটার দীর্ঘ দুই লেন বিশিষ্ট এম এ ওয়াদুদ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৭০ কোটি টাকা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply