ইহুদি সেনার গুলিতে নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নিয়ে বিক্ষোভ

|

ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ‘ইসলামিক জিহাদ’ এর দুই সদস্য। শনিবার (১৪ জানুয়ারি) তাদের মরদেহ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষ। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীদের বলছেন, ওই দিন তিনজন আরোহী গাড়িতে ছিলেন। তাদের তাড়া করছিল ইসরায়েলি সেনাবাহিনী। এক পর্যায়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে গাড়িটি থেমে গেলে এলোপাতাড়ি গুলি চালায় ইহুদি সেনারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। বাকি একজনের অবস্থা সংকটাপন্ন।

ইসলামিক জিহাদের দাবি, তাদের সদস্যদের টার্গেট করেই অভিযান চালানো হয়েছিল। কারণ, তাতে ইসরায়েলি সেনাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছর, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারান দুই শতাধিক ফিলিস্তিনি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর বেড়েছে হামলার তীব্রতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply