পেরুতে জরুরি অবস্থা জারি

|

ছবি: সংগৃহীত

পেরুতে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সাম্প্রতিক বিক্ষোভে ৪২ জনের প্রাণহানির পর এই পদক্ষেপ নেয়া হলো। খবর দ্য গার্ডিয়ান’র।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে এক আদেশে জরুরি অবস্থা জারির কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, সেসব অঞ্চলে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, এইসব অঞ্চলে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারবে। তাছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সাবেক বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিওকে সরিয়ে দেয়ার পর নতুন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply