নৃগোষ্ঠীর মানুষদের অধিকারের ব্যাপারে সরকার আন্তরিক: পরিকল্পনামন্ত্রী

|

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি।

বর্তমান সরকার নৃগোষ্ঠীর মানুষদের অধিকারের ব্যাপারে আন্তরিক বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন, পাহাড় ও সমতলের এই জনগোষ্ঠীর মানুষদের জন্য সরকারের অনেক পরিকল্পনা আছে। সেগুলো বাস্তাবায়নের মাধ্যমে পাহাড় ও সমতলের নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়ন করা হবে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তাতে পাহাড় ও সমতলের নৃগোষ্ঠীর মানুষের বাজেট ক্রমান্নয়ে কমছে বলে তথ্য তুলে ধরেন বক্তারা। জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে এই জনগোষ্ঠীর মানুষদের জন্য বরাদ্দ ছিল দুই হাজার পাচশত আট কোটি টাকা। কিন্তু ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ একশত আট কোটি টাকা কমে দাঁড়ায় দুই হাজার চারশত কোটি টাকা। এতে সমতলের নৃগোষ্ঠীর মানুষদের জন্য বরাদ্দ বাড়লেও পাহাড়ের মানুষদের বরাদ্দ কমেছে।

বক্তারা আরও জানান, নৃগোষ্ঠীর মানুষদের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply