কোহলির চার বাঁচাতে গিয়ে ২ লঙ্কান ফিল্ডারের মধ্যে সংঘর্ষ (ভিডিও)

|

ভারত-শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। বাউন্ডারি বাঁচাতে গিয়ে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। আহত হয়ে মাঠেই ব্যথায় ছটফট করতে থাকেন তারা। পরে দুটি স্ট্রেচারে করে তাদের মাঠের বাইরে নিয়ে যেতে হয়।

রোববার (১৫ জানুয়ারি) থিরুভানান্থাপুরমে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় খেলার ৪২.৫ ওভারে এ দুর্ঘটনা ঘটে।

চামিকা করুনারত্নের বলে ভিরাট কোহলি ডিপ মিডউইকেট অঞ্চল দিয়ে শটটি খেলেন। বল যাচ্ছিল সোজা বাউন্ডারির দিকে। জেফরি ভ্যান্ডারসে ও বান্দারা দু’জনেই বল আটকানোর চেষ্টা করেন। দু’জনেরই চোখ ছিল বলের দিকে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়।

একজন স্লাইড করে চার বাঁচাতে গিয়েছিলেন, অন্যজন নিচু হয়ে চার বাঁচাতে গিয়ে তার গায়ে উঠে পড়েন। দু’জনের মধ্যে সজোরে ধাক্কাধাক্কি হওয়ায় গুরুতর চোট লাগে। ভ্যান্ডারসে মাথায় আঘাত পান। আর বান্দারা পায়ে আঘাত পেয়েছেন। তবে শেষপর্যন্ত দু’জনের কেউই চার রান বাঁচাতে পারেননি। উল্টে আহত হয়ে মাঠ ছাড়েন। সেই চারে কোহলি ৯৯ রানে পৌঁছে যান। ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের ৪৬তম ওডিআই সেঞ্চুরি পূরণ করেন কোহলি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply