হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে মদ উদ্ধার, চালক আটক

|

হিলি প্রতিনিধি:

হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা গমের ভুষি বোঝাই ভারতীয় ট্রাক থেকে ২৩ বোতল বিভিন্ন মদ জব্দ করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়জিত হোসেন জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর আসে, ভারত থেকে আমদানিকৃত গমের ভুষি বোঝাই একটি ভারতীয় ট্রাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ভারত থেকে পাচার করা হচ্ছে।

গোপন সূত্রে এমন খবর পেয়ে হিলি কাস্টমসের একটি দল পানামা পোর্টের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় আমদানিকৃত গমের ভুষি বোঝাই ভারতীয় WB33-C4919 নাম্বার ট্রাকের ক্যাবিন থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২৩ বোতল মদ উদ্ধার করা হয়। এসব মাদক পাচারের অভিযোগে ভারতীয় ট্রাক চালক গৌতম রায়কে আটক করা হয়েছে। আটক ভারতীয় ট্রাক চালককে হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply