ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয়, তার প্রমাণ বিদ্যুৎ খাত: জোনায়েদ সাকি

|

দেশের সরকার ভোটের তোয়াক্কা না করলে সাধারণ মানুষের পরিণতি কী হয়, তার প্রমাণই হচ্ছে বিদ্যুৎ খাত; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এমনটি বলেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। আরও বলেন, ভোট চুরির সরকার সব মানুষকে এক কাতারে নিয়ে এসেছে। জনবিরোধী এই সরকারকে বিতাড়িত করতে হবে। সরকার সহিংসতার উসকানির দিয়ে এবং নির্যাতন করে আন্দোলন দমাতে চাইবে বলেও মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি জানান, অবিলম্বে আরও ন্যূনতম দফা তৈরি করে বৃহত্তর আন্দেলন গড়ে তোলা হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ভোটের দরকার নেই বলে সরকার জনগণকে গুরুত্ব দিচ্ছে না। বরং নিজেদের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এ সময় রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply