নিউজিল্যান্ড নারী দলের বোলিং কোচ মরনে মরকেল

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মরনে মরকেলকে নারী দলের বোলিং কোচ হিসেবে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে হোয়াইট ফার্নসদের সঙ্গে কাজ করবেন তিনি। খবর ক্রিকইনফোর।

ফেব্রুয়ারিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়ে নতুন অভিযান শুরু করবেন তিনি। হোম কন্ডিশনের সুবিধা আদায় করে নিতেই মূলত কোচিং স্টাফে মরকেলকে যুক্ত করেছে নিউজিল্যান্ড।

এর আগে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফে ছিলেন মরকেল। নিউজিল্যান্ড নারী দলের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই পেসার। নারীদের সঙ্গে কাজে বাড়তি অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের জ্ঞান ভাগাভাগি করতে পারবেন বলেও জানান মরনে মরকেল।

আরও পড়ুন: আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় কুমিল্লার কোচ সালাউদ্দিনের জরিমানা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply