স্বাস্থ্যখাতের উন্নয়নের দাবিতে প্রতিবাদে মুখর স্পেনের রাজধানী মাদ্রিদ। রোববার রাজপথে নামেন কমপক্ষে ১০ হাজার স্বাস্থ্য ও সেবাকর্মী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তাদের অভিযোগ, মাদ্রিদ প্রশাসনের দুর্নীতির কারণে ধ্বংসের মুখে স্বাস্থ্যখাত। করোনা মহামারির পরও হাসপাতাল ও সেবা কেন্দ্রগুলোয় নতুন কর্মী নিয়োগ দেয়া হচ্ছে না। তার ওপর রয়েছে চিকিৎসা সরঞ্জাম-ওষুধের অভাব। যে কারণে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
অবশ্য, পৌর মেয়র ইসাবেল আইসো সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি- রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্যেই বিক্ষোভের মতো ষড়যন্ত্র করেছেন বিরোধী বামপন্থীরা।
উল্লেখ্য, গত নভেম্বরেও স্বাস্থ্যখাতে উন্নয়নের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ করেন দশ হাজার মানুষ। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি মাদ্রিদ সরকার।
ইউএইচ/
Leave a reply