‘বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে আইএমএফ'র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোইনেত মনসিও সাইয়েহ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে তাদের সহায়তা অব্যহত রাখবে।

সোমবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে আইএমএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আন্তোইনেত মনসিও সাইয়েহ এ আশ্বাস দেন। তিনি বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং তিনি এই সম্পর্ককে আরও জোরদার করতে এসেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বেল-আউটের জন্য কোনো ধরনের সহযোগিতা চায় না, বরং পূর্বপ্রস্তুতি হিসেবে সহযোগিতা চেয়েছে।

আইএমএফ’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বিগত এক দশকে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কৃষি ও ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন।

আরও পড়ুন: আইএমএফের ঋণ: ‘অনুমোদনের জন্যে বোর্ড সভায় উপস্থাপন করা হবে ৩০ জানুয়ারি’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply