মাগুরায় ট্রাক চাপায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নিহত

|

মাগুরা প্রতিনিধি:

মাগুরা শহরের ভায়না এলাকায় ট্রাক চাপায় মাগুরা সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে মাগুরা শহরের ভায়না মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম মাগুরা শহরের ভায়না চোপদার পাড়ার বাসিন্দা। তিনি মাগুরা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলি সাজ্জাদ জানান, রাত ৯টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড়ে মাগুরা-ফরিদপুর মহাসড়কে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply