উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গাইবান্ধার নাজমুল হুদা (৭২) কে বগুড়া শহর থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ জানুয়ারি) রাতে শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা নাজমুলকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে, র্যাব-১২’র স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা হয় নাজমুল হুদার বিরুদ্ধে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা, লুণ্ঠন ও নারী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নাজমুলকে ২০১৭ সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এরপর থেকেই তিনি শুরুতে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। গত তিনমাস ধরে বগুড়ায় অবস্থান করছিলেন নাজমুল হুদা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হবে বলে জানিয়েছে র্যাব।
/এসএইচ
Leave a reply