ইরানে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বিশেষ আলোকসজ্জা হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। আলোকসজ্জার পাশাপাশি ডিজিটাল ব্যানারে প্রচারিত হচ্ছে বিভিন্ন স্লোগান। যেখানে তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতা বন্ধ, ব্যক্তি স্বাধীনতাসহ বিভিন্ন স্লোগান। খবর রয়টার্সের।
চার মাসে আগে ইরানে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ইরানি তরুণী মাহশা আমিনির। অভিযোগ, হিজাব না পরার কারণে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে মৃত্যু হয় তার। এরপরই, পোশাকের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো ইরান। দাবি ওঠে সরকার পতনেরও। আন্দোলনের সাথে সংশ্লিষ্টদের ধরপাকড় গ্রেফতার এখনও অব্যাহত আছে। কার্যকর করা হয়েছে কয়েকজন প্রতিবাদকারীর মৃত্যদণ্ড। এ ইস্যুতে যুক্তরাজ্যের সাথে বেশ মনোমালিন্যও চলছে তেহরান প্রশাসনের।
/এসএইচ
Leave a reply