আবারও উত্তাল শ্রীলঙ্কা

|

এবিসি নিউজ থেকে নেয়া ছবি।

আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজপথ। সোমবার (১৬ জানুয়ারি) রাজধানী কলম্বোর রাজপথে নামেন দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। খবর কলম্বো টাইমসের।

এদিন, জাতিসংঘ কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিক্ষুন্ধ ছাত্ররা। তাদের দাবি- সরকার বিরোধী আন্দোলনের জেরে আটক ছাত্রনেতার মুক্তি। সোমবারের মিছিলে সরকার বিরোধী শ্লোগানও দেন আন্দোলনকারীরা। চলমান অর্থনৈতিক সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।

এ সময় আন্দোলনকারীদের বাধা দেয়ার চেষ্টা করে পুলিশ। বাধা উপেক্ষা করে ছাত্ররা এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

প্রসঙ্গত, দেশটিতে ৫ মাসের বেশি সময় ধরে বন্দি আছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসানথা মুদালিগ। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply