রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ জসিমসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেল।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা এ তথ্য জানান। বলেন, গত ১৪ জানুয়ারি প্রথমে নারায়ণগঞ্জ থেকে জসিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাকি চারজনকে সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই চার জন হলেন হারুন, মহসিন, আশীষ ও রাজীব।
পুলিশ জানায়, মিরপুর থেকে দুইটি বাইক চুরির পর মামলা হলে সেটির তদন্তে নেমে এ চোর চক্রের সন্ধান পাওয়া যায়। জসিম ও তার সহযোগীরা মিলে সারাদেশ থেকে ৪শ’ এর বেশি মোটরসাইকেল চুরি করেছে। জসিমের বিরুদ্ধে মামলা রয়েছে ১২টি। এ চক্রে আরও বিশ জন সদস্য রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি আরও জানায়, চুরির পর যেসব মোটরসাইকেলে সমস্যা আছে, সেগুলো মেরামত করার পর তা বিক্রি করা হয়। এসব মোটরসাইকেল নারায়ণগঞ্জ ও কুমিল্লা এলাকায় বিক্রি করা হয়।
/এমএন
Leave a reply