হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

|

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জে আগুনে পুড়ে ও দেয়াল চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ (৪০) নামে এক কাঠমিস্ত্রি কাজ করার সময়ে দেয়াল চাপায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে ভোরে আজমিরীগঞ্জ উপজেলার ঘরদাইর গ্রামে জাবেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছেন। ভোরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঘুমন্ত অবস্থায় সে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply