একনেকে ১০ হাজার ৬৮৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন, খরচ বাড়লো কর্ণফুলী টানেলের

|

কর্ণফুলী টানেল। ছবি: সংগৃহীত।

শেষ মুহূর্তে এসে ব্যয় বাড়লো কর্ণফুলী টানেল প্রকল্পের। এটি নির্মাণে সময়ও লাগবে বাড়তি ১ বছর। এ সংক্রান্ত সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিৎ কর্মকার বলেন, ডলারের বাড়তি দাম সমন্বয় করতেই মূলত প্রকল্পের ব্যয় বাড়ছে। বাড়তি অর্থ দরকার টোল প্লাজা নির্মাণেও। এর বাইরে আসবাব কেনাকাটা, শুল্কসহ কয়েকটি খাতে ব্যয় বেড়েছে। যদিও এরইমধ্যে শেষ হয়েছে প্রকল্পের ৮৭ ভাগ কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেতু বিভাগ।

এছাড়া, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণের প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে। শ্রীমাই নদে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের একনেক সভায়।

এদিকে, একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ইভিএম প্রকল্প নিয়ে একনেকে আজ কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীও জানতে চাননি। বিষয়টি প্রক্রিয়াধীন। সিদ্ধান্ত নেয়ার সময় যখন হবে, তখন সবাইকে জানানো হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply