Site icon Jamuna Television

জাকির নায়েকের সমর্থনে মালয়েশিয়ায় মুসল্লিদের মিছিল

জাকির নায়েকের সমর্থনে মালয়েশিয়ায় আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিল করেছেন কয়েকশ মুসল্লি। এসময় তারা ভারতীয় বংশোদ্ভুত এই ইসলামী প্রচারকের পক্ষে স্লোগান দেন। তাকে ভারতে প্রত্যাবসনের জন্য চাপ দেয়া বিভিন্ন পক্ষের সমালোচনা করেন।

মালয়েশিয়ার পেনাঙ প্রদেশের ডেপুটি চীফ মিনিস্টার প্রফেসর পি রামাসামি সম্প্রতি জাকির নায়েককে ফেরত পাঠানোর ভারতীয় প্রস্তাবে সাড়া দিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান।

এর জবাবে এই মিছিল আয়োজন করে স্থানীয় অন্তত ১০টি এনজিও। বিক্ষোভ মিছিলে উপস্থিত এবং ইনস্টিটিউট আল কাইয়ুম নামে একটি এনজিওর মুখপাত্র সালমান আলী মালয়েশিয়া ডাইজেস্ট সংবাদমাধ্যমকে বলেন, ‘জাকির নায়েকে এখানে কোনো অন্যায় করেননি। ফলে তাকে ভারতে ফেরত পাঠানোর দাবির নিন্দা জানাই আমরা।’

Exit mobile version