‘দেশের স্বাধীনতাকে যারা মানতে চায় না, তারা দেশে ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন’

|

বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানতে চায় না তারা দেশে ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। এ বিষয়ে খোঁজ খবর নেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এ আহ্বান জানান। বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। উপস্থাপন করা হয় পার্বত্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। এরপর সরকারি চাকরি সংশোধন বিল ২০২৩ পরীক্ষাপূর্বক আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply