‘সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে শিক্ষাক্রম নিয়ে মিথ্যা রটানো হচ্ছে’

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে পাঠ্যবই নিয়ে মিথ্যা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই সরকারকে যারা নানা ভাবে উৎখাত করতে চায়, তারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এখন তারা নতুন শিক্ষাক্রমের পিছনে লেগেছে। আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা মানবিক মানুষ হয়ে বেড়ে উঠবে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply