রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে দেখা করার জন্য প্রেমিককে ডেকে এনে আটকে রেখে মোবাইল ফোনে অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে প্রেমিকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের খোন্দকার আফজাল হোসেনের মেয়ে তামান্না আক্তার (২৬), সদরের খানখানাপুর বেপারী পাড়ার আব্দুস সালাম শেখের ছেলে আসাদুজ্জামান লাল (৩৫), লালের স্ত্রী তাছলিমা বেগম (২৭), রামচদ্রপুর গ্রামের খোকন মোল্লার ছেলে মোঃ সজিবুল রহমান সবুজ (২৬) ও গোয়ালন্দ উপজেলার তাছলিমা বেগম (২৭)।
মামলা সূত্রে জানা যায়, তামান্না আক্তারের সাথে ভিক্টিমের ২০২২ সালের ডিসেম্বর মাসে মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয়। এরপর থেকে তাদের নিয়মিত কথাবার্তা হতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের সুবাদে দেখা করার জন্য তাকে রাজবাড়ীতে আসতে বলে প্রেমিকা।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ থেকে রাজবাড়ীর নতুন বাজার মুরগীর ফার্ম এলাকায় আসেন ভিক্টিম। সেখানে তামান্না কয়েকজনের সাথে তার পরিচয় করে দেয়। পরবর্তীতে রাজবাড়ী সোনাকান্দর পদ্মা নদীর পাড় ও বিকেলে শ্রীপুর বিজয় আনন্দ মেলায় যায়। সন্ধ্যার পর মেলা থেকে বের হয়ে যুবক বিদায় নিয়ে বাড়ি যাওয়ার কথা বললে তামান্নারা থাকার অনুরোধ করে। তাদের কথায় রাজি না হওয়ায় শ্রীপুর হর্টিকালচারের সামনে এসে হুমকি-ধমকি ও ভয়-ভীতি দেখাতে থাকে। সে সময় হঠাৎ একটি অজ্ঞাতনামা ব্যাটারি চালিত ইজিবাইক এসে দাঁড়ায়। ভয় দেখিয়ে তাকে ইজিবাইকে তুলে রাজবাড়ী সদর থানার কল্যাণপুর গ্রামের রুহুল আমিনের ভাড়া দেয়া চৌচালা টিনশেড বাড়িতে নিয়ে আটক করে রাখে।
রাত সাড়ে ৭ টার দিকে তামান্না অশ্লীল পোশাক পরে রুমে প্রবেশ করে তাকে জাপটে ধরলে অন্যরা ছবি তোলে। পরবর্তীতে ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেইয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন ভিক্টিম প্রাণ ও সম্মানের ভয়ে বিষয়টি মোবাইল ফোনে তার চাচা মো. শাজাহান মণ্ডলকে জানান। তার চাচা বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী সদর থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ভোরে তাকে উদ্ধার করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। এ বিষয়ে থানায় একটি মামলাও হয়েছে। পরে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এনএএস/
Leave a reply