কাশ্মির সংকটের মতো আলোচিত সংকটগুলোর সমাধানে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর আল জাজিরা’র।
এক সাক্ষাৎকারে শেহবাজ বলেন, কথা দিচ্ছি যে, আমরা ভারতের সাথে আন্তরিকতার সাথে কথা বলব। কিন্তু দুই পক্ষেরই ইচ্ছা থাকতে হবে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি বলছি, চলুন আমরা আলোচনার টেবিলে বসি। গুরুত্ব দিয়ে এবং আন্তরিকভাবে কাশ্মিরের মতো আলোচিত সমস্যাগুলোর সমাধান করি।
শেহবাজ বলেন, আমরা পরস্পর প্রতিবেশী। আমরা শিক্ষা পেয়েছি। ভারতের সাথে তিনটি যুদ্ধে আমরা লড়েছি। এসব যুদ্ধ আমাদের দুর্দশা, বেকারত্ব ও দারিদ্র্য দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দুই দেশেরই পরমাণু শক্তি রয়েছে। সৃষ্টিকর্তা না করুক, যদি একটি যুদ্ধ বেঁধে যায়, কী ঘটেছিল তা বলার জন্য কে থাকবে। এটি কোনো বিকল্প হতে পারে না।
/এনএএস
Leave a reply