সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে জার্মান পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) পশ্চিম জার্মানির একটি কয়লা খনি বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। তবে তাকে গ্রেফতার করা হবে না বলে ইতোমধ্যে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, পশ্চিম জার্মানির লুয়েতজারাত গ্রামে একটি কয়লা খনি সম্প্রসারণের কাজ চলছে। এতে ওই গ্রামটি ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। তেমনই একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গ্রেটা।
জার্মান পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ও তার গ্রেটার সঙ্গে আটক অন্যান্য ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে না। বরং ব্যক্তিগত পরিচয়পত্র (আইডি) যাচাই শেষে তাকে ছেড়ে দেয়া হবে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের তিন সদস্য গ্রেটাকে অনেকটা কোলে করে নিয়ে যাচ্ছেন। এ সময় গ্রেটাকে হাসতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে খনিসমৃদ্ধ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। জাতীয়ভাবে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৩৮ সাল।
উল্লেখ্য, কয়লার প্রকরণগুলোর মধ্যে সবচেয়ে নোংরা কয়লা হলো লিগনাইট। লুয়েতজারাত গ্রামে এ কয়লাই বছরে পোড়ানো হয় আড়াই কোটি টন।
এএআর/
Leave a reply