যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিধস, প্রাণে বেঁচে গেলেন ট্রেনের ২২০ যাত্রী

|

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ভয়াবহ ভূমিধসের ঘটনায় আটকা পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। এতে অল্পের জন্য লাইনচ্যুতি হওয়া থেকে বেঁচে যায় ২২০ জন যাত্রী বহনকারী ট্রেনটি। তবে শেষ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর এবিসি নিউজের।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির আলামেদা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।

বিবৃতি অনুসারে, নাইল গিরিগাদের ওপর প্রচণ্ড শব্দে ট্রেনটি থেমে যায়। কারণ, সামনের পথ ছিল পাহাড় ধসে আটকা। ভাগ্যের জোরে লাইনচ্যুত হয়নি ট্রেনটি। আরোহীরা সবাই ছিলেন অক্ষত। চার ঘণ্টা অপেক্ষার পর, বিকল্প উপায়ে উদ্ধার হন যাত্রীরা। গাড়িতে করে ফেরত নেয়া হয় পেছনের স্টেশনে। সেখান থেকেই অন্য ট্রেনে তারা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন।

উল্লেখ্য, জানুয়ারির শুরু থেকেই, টর্নেডো-বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। এসব প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply