ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রাতে মাঠে নামবে সেরা ছন্দে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেতে সেরাটা দিতে হবে টেন হাগের দলকে। ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে উঠে আসবে রেড ডেভিলরা।
ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায়। সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটিকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা দশম জয়ের জন্য মাঠে নামবে রেড ডেভিলরা। রোনালদোকে ছাড়াই দুর্বার গতিতে ছুটছে টেন হাগের শিষ্যরা। তবে ম্যানইউ শিবিরে রয়েছে খেলোয়াড়দের চোটের দুশ্চিন্তা। পুরনো চোটের কারণে এই ম্যাচেও ভ্যান ডি বেক, সানচোকে পাবে না দলটি। সেই সাথে ডালোট ও মার্শিয়ালের খেলাও অনিশ্চিত।
অন্যদিকে ক্রিস্টাল প্যালেস শেষ ৫ ম্যাচের ৪টি তেই হেরেছে। তবে, নিজেদের ঘরের মাঠ সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে প্যালেস খুবই শক্তিশালী সেটা ভালো করেই জানেন ম্যানইউ বস। কেননা, গেলো মৌসুমে এই ক্রিস্টাল প্যালেসের মাঠেই হেরেছিলো রেড ডেভিলরা।
রেড ডেভিলদের বাজির ঘোড়া হতে পারেন মার্কাস রাশফোর্ড। চলতি মৌসুমে করেছেন ৮ গোল, যার মধ্যে বিশ্বকাপের পর গোল করেছেন ৪টি। ক্রিস্টাল প্যালেসের ম্যাচের নায়ক হতে পারেন উইলফ্রেড জাহা। শেষ ২ ম্যাচেই গোল পেয়েছেন জাহা।
/আরআইএম
Leave a reply