পেরিয়েছে ৩ দিন, এখনও মেলেনি দুই হতভাগ্যের মরদেহ

|

ছবি: সংগৃহীত

নেপালের পোখারায় বিমান দুর্ঘটনার তিন দিন পেরোলেও এখনও খুঁজে পাওয়া যায়নি হতভাগ্য দুই আরোহীর মরদেহ। খবর আলজাজিরার।

এরইমধ্যে, বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেছে নেপাল প্রশাসন। জানিয়েছে- শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন কো-পাইলট আঞ্জু খাতিওয়ারা, দেশটির জনপ্রিয় শিল্পী নিরা সানতিয়াল, নিহত পাঁচ ভারতীয়র মধ্যে চারজনের, দক্ষিণ কোরিয়ার এক সেনাসদস্য ও তার সন্তান এবং অস্ট্রেলিয়ার এক শিক্ষক। বাকি দেহগুলোর ময়নাতদন্ত শেষে নাম-পরিচয় জানানো হবে বলে জানিয়েছে কাঠমান্ডু ।

এরইমধ্যে, সরকারি তত্ত্বাবধানে বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ নেয়া হচ্ছে কাঠমান্ডু। পোখারায় বাকি ২৪ জনের ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারকে। অনেকেরই শেষকৃত্যও সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন নগরী পোখারায় যাচ্ছিলো ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট ওয়াইটি-৯৬১। ল্যান্ড করতে গিয়ে এয়ারপোর্টের খুব কাছেই একটি গিরিখাদে বিধ্বস্ত হয় বিমানটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply