হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮, আহত ২২

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের কিয়েভের পূর্বাঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টারস্কিসহ নিহত হয়েছে ১৮জন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২২ জন। নিহতের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া ১০ জন শিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইউক্রেনের পুলিশ। খবর বিবিসির।

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে ৮ যাত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টারস্কি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবও এই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

দেশটির ন্যাশনাল পুলিশ চিফ ইহর ক্লাইমেঙ্কো তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ইউক্রেনের জরুরি সেবা প্রদান বিভাগের।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর কিন্ডারগার্টেনের কাছেই আগুন ধরে যায়। এতে সেই বিদ্যালয়ের শিশুদের স্কুলভবন থেকে সরিয়ে নেয়া হয়। জানা যায়, দুর্ঘটনার সময় এলাকাটি অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply