গ্রেমিওর জার্সিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) অভিষেকটা দারুণ হয়েছে তার। প্রথমার্ধেই সেরে ফেলেছে হ্যাটট্রিক। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের নৈপুণ্যে সাও লুইজকে ৪–১ গোলের হারিয়ে রিকোপা গাউচা ট্রফির শিরোপা উল্লাস করে মৌসুম শুরু করেছে দলটি।
গ্রেমিওর জার্সিতে প্রথম গোলের দেখা সুয়ারেজ পেয়ে যান ৫ মিনিটের মাথায়। গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে নিজের প্রথম গোলটি করেন সুয়ারেজ। দ্বিতীয় গোলটি আসে তার ১৬ মিনিট পর নিখুঁত ফিনিশিংয়ে। বিরতির ৭ মিনিট আগে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত ভলিতে করা গোলে হ্যাটট্রিক পেয়ে যান ‘এল পিস্তলেরো’।
গত মাসে ন্যাসিওনাল থেকে গ্রেমিওতে যোগ দিয়েছেন এই উরুগুয়েন তারকা। ত্রিশ হাজার দর্শকের সামনে ক্লাবটির সমর্থকদের মন জিতে নেন উরুগুয়ে তারকা। নিজের ক্যারিয়ারে এই নিয়ে ৩০টি হ্যাটট্রিক করলেন সুয়ারেজ। এর মধ্যে ১২টি করেছেন বার্সার হয়ে। ৯টি আয়াক্স, ৬টি লিভারপুল এবং উরুগুয়ের হয়ে করেছেন ২টি হ্যাটট্রিক।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায়
/এম ই
Leave a reply