পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন কমিশনার। বলেন, তাজিয়া মিছিলে ছুরি, বল্লম, কাঁচিসহ কোন ধরনের ধারালো ও ধাতব বস্তু নিয়ে কেউ অংশ নিতে পারবেনা। এছাড়া, দূর্গাপূজা ও মহররম একই সঙ্গে হওয়ার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন ডিএমপি কমিশনার। এদিকে, ইমামবাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় চার্জশীট দেয়া হয়েছে উল্লেখ করে কমিশনার জানান, ওই ঘটনার আসামীদের অনেকেই পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা গেছে।
Leave a reply