যুক্তরাষ্ট্রকে হারিয়ে তিনে তিন, বাংলাদেশের মেয়েরা গ্রুপ চ্যাম্পিয়ন

|

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মেয়েদের দেয়া ১০৪ রানের টার্গেটে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইয়ং টাইগ্রেসরা। এর মাধ্যমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে চলে গেলো বাংলাদেশ।

বেনোনিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। ১১ রানের মাথায় ওপেনার লাসিয়াকে আউট করেন দিশা বিশ্বাস। এরপর দিশা ধিংরা ও স্নিগ্ধা পাল ৫৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান। তবে ৬৮ রানের মাথায় আউট হন দুইজনই। এরপর ঈসানি ভাঘেলা ও গীতিকা কোদালির ব্যাটে ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানের মামুলি স্কোর সংগ্রহ করে।

১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানের মধ্যেই আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আক্তারের উইকেট দু’টি হারিয়ে বসে বাংলাদেশ। তারপর বড় ইনিংস কেউ করতে না পারলেও বেশ কয়েকটি মাঝারি রান পায় বাংলাদেশের মেয়েরা। স্বর্না আক্তার ২২, রাবেয়া খান ১৮, দিলারা আক্তার ১৭, মিস্টি সাহা করেন ১৪ রান। টানা কয়েকটি মাঝারি রানের কার্যকর জুটিতে ভর করেই ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন দিশা বিশ্বাস।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply